রিনিকে জড়িয়ে কান্না ঊর্মির! শেষ দিনে মিশমিকে ‘আইবুড়ো ভাত’ খাওয়ালো অন্বেষারা?
পর্দায় দুজনের সম্পর্ক যতই সাপে-নেউলে হোক না কেন, বাস্তবে দুজনের মধ্যেকার বন্ধুত্বের সম্পর্ক অটুট। আচমকাই নিজের অভিনয় কেরিয়ারে রাশ টানলেন মিশমি দাস। ‘এই পথ যদি না শেষ হয়’-এর রিনিকে আর দেখা যাবে না। শুধু এই সিরিয়াল নয়, অভিনয় থেকেই ব্রেক…