৫ ঘন্টা প্লেনে আটক! যাত্রীদের সঙ্গে বিমান সংস্থার বচসা,রানিং কমেন্ট্রি দিলেন বীর
পাঁচ ঘন্টা ধরে এয়ার ইন্ডিয়ার বিমানে আটকে থাকলেন অভিনেতা-কমেডিয়ান বীর দাস। এত সময় ধরে বিমানবন্দি প্যাসেঞ্জাররা হইচই কাণ্ড বাঁধিয়ে দেয় প্লেনের অন্দরে। বিমান সংস্থার কর্মীদের সঙ্গে বারেবারে বচসা চলে যাত্রীদের। বিমানের ভিতর বসে বসে এই সব ঘটনার…