তোমার খেলা দেখতে ভালো লাগছে, কিন্তু জলদি আউট হয়ে যাও, গিলকে বলেছিলেন KKR-র CEO!
তাঁদের হাতেই তৈরি হয়েছেন শুভমন গিল। যে ‘আকরিক লোহা’ ছিল, তাকে মজবুত করে তুলেছিলেন। সেই ‘আকরিক লোহা' এখন ভারতীয় দলের হয়ে দুর্দান্ত খেলছেন। দারুণ খেলছেন আইপিএলে। কিন্তু নিজেদের হাতে গড়ে নিয়েও কেন গিলকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স…