সেন্সর বোর্ড-এর নির্দেশে এই চার বড়সড় পরিবর্তন, UA ছাড়পত্র পেল ‘গঙ্গুবাঈ’
অবশেষে চলতি সপ্তাহেই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি 'গঙ্গুবাঈ কাথিওয়াড়ি'। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন আলিয়া ভাট, প্রথমবার বনশালির নায়িকা হিসাবে রুপোলি পর্দায় মহেশ ভাট কন্যা। তার আগে খুশির হাওয়া প্রযোজক সংস্থায়। কেন? না, সেন্সর…