পাসপোর্ট ফেরত ও বিদেশে শ্যুটিংয়ের অনুপতি পেলেন তুনিশা মৃত্যুতে অভিযুক্ত শিজান
তুনিশা শর্মা মৃত্যু মামলায় গত মার্চেই জামিন পেয়েছেন শিজান খান। এবার শিজানকে পাসপোর্ট ফেরত দেওয়ার অনুমতি দিল মুম্বইয়ের ভাসাই আদালত। আগামী ১০ জুলাই, ২০২৩ পর্যন্ত বিদেশে যাওয়ার অনুমতি পেয়েছেন শিজান। এখনও পর্যন্ত তদন্তের কারণেই এতদিন শিজানের…