‘কুকুর-বিড়ালকেও TVতে দেখব, তোকে কবে দেখব?’ শুরুর দিকে শুনতে হয়েছিল নওয়াজকে
পেশায় নামী অভিনেতা। তবে কঙ্গনা রানাওয়াতের প্রযোজনায় ‘টিকু ওয়েডস শেরু’ ছবিতে নাকি জুনিয়ার আর্টিস্টের ভূমিকায় দেখা যাবে নওয়াজকে। নাহ, নওয়াজ এখন আর জুনিয়ার আর্টিস্ট নন, তবে এই ছবিতে তাঁর চরিত্রটি ঠিক এমনই। বাস্তবেও কেরিয়ারের শুরুর দিকে…