‘ছবিতে হিন্দু সন্ন্যাসীদের ধর্ষক হিসাবেও তুলে ধরা হয়’, মুক্তি আটকালো না হাইকোর্ট
বিতর্কের বেড়াজল টপকে অবশেষে মুক্তি পেল চলতি বছরের সবচেয়ে বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এই ছবি ঘিরে চর্চা সবমহলে। মুক্তির পরেও ছবি ঘিরে বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে একাধিক রাজ্যে। বাম শাসিত কেরলের পরিস্থিতি বেশ…