ফেলে আসা ভালো সময়ের রূপকার, তরুণ মজুমদারকে এভাবেই মনে রাখবে বাঙালি
পড়াশোনা করেছিলেন রসায়ন নিয়ে। কিন্তু মৌল-যৌগের রসায়নে তাঁর মন বসেনি। বসেছিল মানব মনের রসায়নে। তাই গল্প বলাকেই পেশা এবং নেশা হিসাবে নেবেন বলে ঠিক করেছিলেন যৌবনকালেই। বাড়ি থেকে সবটা খোলা মনে মেনে নেওয়া হয়নি। তবুও নিজের সিদ্ধান্ত থেকে সরে…