স্বস্তিকার সঙ্গে সম্পর্কে ভাঙন নিয়ে চর্চা, আচমকাই শোভনের মুখে ‘প্রাক্তন’-এর কথা!
শোভনের জীবনের সাদা-কালো ক্যানভাসে রঙতুলির টান দিয়েছিলেন স্বস্তিকা। ইমন চক্রবর্তীর সঙ্গে প্রেম ভাঙার পর অভিনেত্রী স্বস্তিকা দত্তের প্রেমে পড়েন গায়ক। প্রায় তিন বছর ধরে দু’জনের প্রেমের রঙিন ঝলক দেখেছে অনুরাগীরা। প্রেম নিয়ে কোনওদিনই রাখঢাক…