দেখতে দেখতে আড়াই বছর! সুশান্তের ফ্ল্যাটে আসছে নতুন ভাড়াটে, কত ভাড়া ঠিক হল?
যেই সমুদ্রমুখী ফ্ল্যাটে মারা গিয়েছেন সুশান্ত সিং রাজপুত, এতদিন সেটার জন্য মিলছিল না কোনও ভাড়াটে। ২০২০ সালের ১৪ জুন এই ফ্ল্যাটেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ‘ধোনি’ অভিনেতার দেহ। তারপর থেকে এটা ফাঁকাই পড়ে ছিল। রয়েছে চারটি শোওয়ার ঘর, লাগোয়া…