মৃণাল সেনের স্ত্রীকে লেখা হৃত্বিক ঘটক পত্মীর চিঠি প্রকাশ্যে, কী লিখেছিলেন?
‘পুরানো সেই দিনের কথা…’। হৃত্বিক ঘটক, মৃণাল সেন, বাংলার কিংবদন্তি এই দুই পরিচালকদের নাম পুরনো সেই দিন, যাঁকে বলে কিনা বাংলার সিনেমার দুনিয়ার স্বর্ণযুগ, সেই সেময়ের সঙ্গেই জড়িয়ে রয়েছে। এই দুই পরিচালকের পরিবারের একে অপরের সঙ্গে বেশ সখ্যতা…