রূপান্তরকামী অন্বেষা না শুভদীপ নাকি অনুরাধা বা শ্রেয়া! কে জিতবে সুপার সিঙ্গার ৪?
দেখতে দেখতে এসে গেল সুপার সিঙ্গার সিজন ৪-এর গ্র্যান্ড ফিনালে। সুপার সিক্সের প্রতিযোগীদের মধ্যে থেকেই বেছে নেওয়া হবে এই সিজনের বিজয়ী। বিশেষ অতিথি হিসেবে থাকছেন উদিত নারায়ণ। শনিবারের এপিসোডে আসেন হরগৌরী পাইস হোটেলের শঙ্কর ও ঐশানি। রবিবার…