জ্যাকলিনের পর জেরার মুখে নোরা, ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ
সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কিত আর্থিক কেলেঙ্কারির মামলায় আজ (বৃহস্পতিবার) দিল্লি পুলিশের ইকোনমিক উইং (EOW)-এর জেরার মুখে নোরা ফতেহি। বুধবারই এই মামলায় জ্যাকলিনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারীরা। জ্যাকলিনের পাশাপাশি জেরা করা হয়…