আগে ‘গালাগালি খেতাম’, ঝরঝরে বাংলা বলতে পারতাম, ‘কোচ’ সুব্রতের সামনে বললেন সুনীল
পাক্কা ২১ বছর আগে শ্বশুর সুব্রত ভট্টাচার্যের কোচিংয়ে এই ক্লাব থেকেই পেশাদারি ফুটবল জীবন শুরু করেন। তারপর কাঁপিয়েছেন কলকাতার ময়দান। দেশের জার্সি গায়ে তেরঙা উড়িয়েছেন। দেশের অধিনায়ক হয়েছেন। তবে ভোলেননি মোহনবাগানকে। আর ‘মোহনবাগান দিবস’-র…