জন্মদিনে মেয়ের সামনেই ‘দুষ্টু’ শোভনকে চুমু খেলেন বৈশাখী! সোহাগে-আদরে মাখামাখি
শোভন চট্টোপাধ্যায় আর বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের প্রেমের চর্চা এখন দিকেদিকে। যবে থেকে ভালোবেসে ধরেছেন একে অপরের হাতটা শক্ত করে, তবে থেকেই তাঁদের নিয়ে আলোচনা। দুজনের ম্যাচিং করা পোশাক, একে-অপরের নামে দরাজ গলায় প্রশংসা, তাঁদের প্রেম জাহির করার…