বিশ্ব নৃত্য দিবসে অন্য ভূমিকায় পৌষালী-সৌমিলি-অর্ণব, ‘নাচেই সব’ কেন বললেন তাঁরা
বয়স তখন সবে মাত্র দুই বছর তিন মাস। স্কুলের সঙ্গে নাচের ক্লাসেও ভর্তি করিয়ে দিয়েছিল বাড়ি থেকে। প্রতি শুক্রবার করে স্কুলের পর ক্লাসে যেতাম। অর্ধেক দিন গিয়েই ক্লান্তিতে ঢুলতাম বলে আজও আন্টি মজা করেন। কিন্তু সেই যে ক্লাসে একবার ভর্তি…