তিন মাসেই কপাল পুড়ল স্বস্তিকার! ‘তোমার খোলা হওয়া’র জায়গা নিচ্ছে ‘মুকুট’, তাহলে?
ফের ওলোট-পালোট জি বাংলার টাইম স্লট। গত ১২ই ডিসেম্বর থেকে জি বাংলায় শুরু হয়েছিল ‘তোমার খোলা হাওয়া’। কিন্তু বাংলার সবচেয়ে কনিষ্ঠ শাশুড়ি হিসাবে সেভাবে মন কাড়তে পারেননি স্বস্তিকা দত্ত। অন্তত টিআরপি রিপোর্ট তাই বলছে। রাত ৯.৩০টার স্লটে…