ঐন্দ্রিলাকে ছাড়া ‘বেরঙিন’ দোল! মেয়ের স্মৃতি আগলেই দিন কাটছে শিখা শর্মার
গমেয়ে চলে গিয়েছে চার মাস আগে। এখনও মেয়ে স্মৃতিতে কাতর অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মা। রঙের উৎসব আজ তাঁর কাছে অর্থহীন! যদিও গত বছরের ছবিটা ছিল একদম আলাদা। হইচই করে দোল খেলেছিলেন ঐন্দ্রিলা। প্রাণবন্ত মেয়েটার খুব পছন্দের উৎসব ছিল দোল। গতবার…