দুই ইনিংসেই শূন্য রানে আউট কোহলি, দুই ইনিংসেই হাফ-সেঞ্চুরি শ্রীবৎস গোস্বামীর
একক লড়াই বোধহয় একেই বলে। মণিপুরের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের দুই ইনিংসেই অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন শ্রীবৎস গোস্বামী। যদিও তাঁর জোড়া অর্ধশতরান মিজোরামের ইনিংস হারের লজ্জা বাঁচাতে পারেনি।এই ম্যাচে ব্যাট হাতে বিরল ব্যর্থতার মুখে পড়েন মিজোরামের…