প্রয়াত ‘সিআইডি’ প্রযোজক, শোকস্তব্ধ বন্ধুহারা ‘এসিপি প্রদ্যুম্ন’ শিবাজি সতম
সতীশ কৌশিকের মৃত্যুর ধাক্কা সামলে ওঠবার আগেই বলিউডের আরও এক সদস্য না ফেরার দেশে চলে গেলেন। সোমবার মৃত্যু হল বলিউডের বর্ষীয়ান প্রযোজক প্রদীপ উপুরের। দীর্ঘদিন ধরেই ক্য়ানসারে ভুগছিলেন প্রযোজক, সিঙ্গাপুরে থাকাকালীনই মৃত্যু হল প্রদীপ উপুরের।…