‘আমাদের ছেড়ে চলে গেলেন’, শন টেটকে নিয়ে ‘হার্ট অ্যাটাক’ দিলেন পাক ক্রিকেটার
লিখতে চেয়েছিলেন, দলের সঙ্গ ত্যাগ করলেন শন টেট। তবে যা লিখলেন, তা পড়ে মনে হল, শন টেট বুঝি মারাই গেলেন। ঘটনায় 'অভিযুক্ত' পাক পেসার শাহনাওয়াজ দহানি। টুইটারে বেশ সক্রিয় তিনি। তবে মাঝে মাঝেই 'ভুল' ইংরেজির জন্য নেটিজেনদের কাছে ট্রোল হয়ে থাকেন…