RCB vs KKR: 2023 IPL-এ প্রথম বার পাওয়ার প্লে-তে উইকেট না হারিয়ে ৫০ পার করল নাইটরা
ষষ্ঠ ওভারে জেসন রয় একেবারে পাগলের মতো ছক্কা হাঁকালেন। শাহবাজ আহমেদ বল করতে এসে একেবারে যেন খড়কুটোর মতোই উড়ে গেলেন। ৬ নম্বর ওভারে দিয়ে বসলেন ২৫ রান। আর এই ২৫ রানের হাত ধরেই কেকেআর পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে ৬৬ রান করে ফেলল। ২০২৩…