চুক্তি করতে চায়নি কোনও ক্লাব, ৪৪১ রান করে বঞ্চনার জবাব দিলেন ফিনলে বিন
ইংল্যান্ডের দ্বিতীয় একাদশের চ্যাম্পিয়নশিপে শোরগোল ফেলে দিয়েছেন ফিনলে বিন। ২০১৯ সালে ইংল্যান্ডের জার্সিতে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা বিন ইয়র্কশায়ারের দ্বিতীয় একাদশের হয়ে নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে এক চোখ ধাঁধানো ৪৪১ ইনিংস খেললেন। এই ইনিংসের…