শেষ পর্যন্ত ব্যর্থ চিমাকে ছেড়ে দিল এসসি ইস্টবেঙ্গল
অনেক আশা জাগিয়ে এবার ড্যানিয়েল চিমা সই করেছিলেন এসসি ইস্টবেঙ্গলে। অনেকেই ভেবেছিলেন দারুণ একটা কিছু করবেন নাইজেরিয়ান স্ট্রাইকার। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন কোচ ওলে গানার সোলজারের কোচিংয়ে মোল্ডেতে খেলেছিলেন চিমা। তবে এবারে লাল-হলুদ…