‘উজ্জয়িনী’র হাতে রাখি পরলেন ‘রাজা’ রাহুল; সায়ককে রাখি বাঁধলেন বৌদি, সুস্মিতা
আজ রাখীবন্ধনের উৎসব। করোনা কাঁটা সঙ্গে রয়েছে, তবে রবিবাসরীয় সকালে রাখির জোয়ারে ভাসছে গোটা বাংলা, বাদ নেই টলি তারকারাও। সোশ্যাল মিডিয়ায় রাখির সেলিব্রেশনের সেই মুহূর্ত উঠে এসেছে। এদিন বোনের হাতে রাখি পরে দিন শুরু করলেন অভিনেতা রাহুল…