বিবাহবন্ধনে আবদ্ধ হলেন, ‘শান্ত সমুদ্রকে বিয়ে করেছি’, লিখলেন নীনা কন্যা মাসাবা
দীর্ঘ দিনের প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ফ্য়াশন ডিজাইনার মাসাবা গুপ্তা। পাত্র অভিনেতা সত্যদীপ মিশ্রা। নেটফ্লিক্সের শো ‘মাসাবা মাসাবা’ র সেটে পরিচয় হয় তাঁদের। ২৬ জানুয়ারি বিয়ের পর্ব সারেন জুটি।বিয়ের খবর জানিয়ে নেটমাধ্যমের পাতায়…