সতীশ কৌশিকের স্মরণসভা: শোকে কাতর স্ত্রী-কন্যার পাশে অনুপম, হাজির জাভেদ, বিদ্যারা
রঙের উৎসবের মাঝে জীবনের রঙ্গমঞ্চ থেকে আচমকাই বিদায় নিয়েছেন সতীশ কৌশিক। অভিনেতার অকাল মৃত্যু নাড়িয়ে দিয়েছে বলিউডকে। গত ৯ই মার্চ দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ‘মিস্টার ইন্ডিয়া’র ক্যালেন্ডার। যদিও সতীশের মৃত্যু নিয়ে রহস্য়জট দানা…