জাভেদের পার্টিতে জমিয়ে রং খেলে পরদিনই চলে গেলেন সতীশ, থেকে গেল রঙিন ছবিগুলো
জীবন ভীষণই অনিশ্চিত। আজ এই মুহূর্তে যে আছে, পরমুহুর্তে স্রেফ নেই হয়ে যেতে পারে। সেটাই যেন সতীশ কৌশিকের জীবন আবার দেখিয়ে দিয়ে গেল। বৃহস্পতিবার, ৯ মার্চ ভোর রাতে চলে গেলেন বলিউডের এই স্বনামধন্য তারকা। তাঁর এই আকস্মিক প্রয়াণ কেউই ঠিক মেনে…