‘আমি তোমাদেরই মতো’! কাশ্মীরে গিয়ে সাধারণের সঙ্গে মিশে গেলেন সইফ কন্যা সারা
হতে পারে তিনি নবাব কন্যা, তবে প্রায়শই কোনও না কোনও মন্দির দর্শনে যেতে দেখা যায় সারাকে। কখনও কেদারনাথ, কখনও আবার অমরনাথ, তীর্থযাত্রা করা সারা আলি খানের বড়ই পছন্দের। কয়েকদিন আগেই অমরনাথ যাত্রা শেষে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন সইফ-অমৃতা কন্যা…