জারা হাটকে জারা বাঁচকে সাফল্য পেতেই গণেশের মন্দিরে সারা, ধরা দিলেন ভক্তদের সঙ্গে
সারা আলি খান আপাতত তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি ‘জারা হাটকে জারা বাঁচকে’-র সাফল্যে ডগমগ। আর ‘আদিপুরুষ’ ছবির ঝড়ের মধ্যেও যখন এই ছবি বক্স অফিসে চালিয়ে খেলার পর সাফল্য অর্জন করল তখন তো একবার ঈশ্বর দর্শন তো চাই চাই! আর সেই কারণেই ছবি হিট…