লতার ‘লগ যা গলে’ গাইলেন সলমন, ভিডিয়ো দেখে ভক্তরা বলল, ‘ভাই তো কাঁদছে’!
দেখতে দেখতে সপ্তাহ কেটে গেল। লতা মঙ্গেশকরের মৃত্যু এখনও ভুলতে পারেনি সাধারণ মানুষ। কোকিলকণ্ঠী লতা ঘর করেছিলেন সকলের মনে। তাঁর চলে যাওয়ার পরেও, তাঁর গান রয়ে যাবে সকলের সাথে সারাজীবন। লতা মঙ্গেশকরের স্মৃতিতে একটি ভিডিয়ো পোস্ট করতে দেখা গেল…