বড় শাস্তি হচ্ছে না স্টিমাচের! নেপাল ম্যাচে বেঞ্চে না থাকলেও ফিরবেন কুয়েত ম্যাচে
বড় শাস্তি হচ্ছে না ইগর স্টিমাচের। চলতি সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। সেই ম্যাচেই লাল কার্ড দেখেছিলেন ভারতের প্রাধান কোচ ইগর স্টিমাচ। এর ফলে তাঁকে এক ম্যাচ মাঠের বাইরে বসতে হবে। পরের ম্যাচ…