RR-DC ম্যাচে ‘নো বলে’ আম্পায়ার সিদ্ধান্ত ভুল ছিল, নিয়ম বদলের চিন্তাভাবনা মাহেলার
কিছুদিন আগেই রাজস্থান রয়্য়ালস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচে শেষ ওভারে এক ফুলটসকে ঘিরে চূড়ান্ত নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। ফুলটসটি কোমরের উপরের ছিল দাবি করে, নো বল ডাকার জন্য দিল্লির তরফে জোরদার আপিল করা হয়। তবে লাভের লাভ কিছুই হয়নি।…