বিয়ের পর নতুন সংসার, মাঝরাতে বরকে নিয়ে জমিয়ে সেলিব্রেশন রুশার, উপলক্ষ্য কী?
গত সপ্তাহেই বিয়ের পর্ব সেরেছেন রুশা চট্টোপাধ্যায়। অভিনেত্রীর নতুন ইনিংসের সূচনায় একদিকে যেমন খুশি ফ্যানেরা, তেমনই মন খারাপও মিশে রয়েছে। কারণ বিয়ের আগেই রুশা জানিয়েছিলেন আপতত অভিনয় কেরিয়ারে ইতি টানছেন তিনি। ভিন দেশে গিয়ে সংসার পাতবেন, আপতত…