করতেন ঠিকার কাজ, DID Super Moms জিতে চমকে দিলেন বর্ষা, কী পেলেন পুরস্কারে?
হরিয়ানার প্রতিযোগী বর্ষা বুমরা জিতে নিলেন ডিআইডি সুপার মমস-এর ৩ নম্বর সিজন। ট্রফির পাশাপাশি তিনি জিতলেন ৭.৫ লাখ টাকা ক্যাশ প্রাইজও। ডান্স রিয়েলিটি শো-তে আসার আগে ঠিকা কর্মী হিসেবে কাজ করতেন বর্ষা। তাঁর জয়ে খুশি বিচারকরাও। বর্ষা বিজেতা…