‘লোকে শুধু তাঁকে শুভশ্রীর বর বলেই চেনেন!’ সুন্দরবনে গিয়ে বুঝলেন রাজ চক্রবর্তী
ফিরছেন 'দাবাং' পুলিশ আধিকারিক অনিমেষ দত্ত। তাই গোটা সুন্দরবন এখন তটস্থ। ভয়ে কাঁটা। তবে বাসিন্দারা নন, ভয় পেয়েছেন দুষ্কৃতীরা। হ্যাঁ, অনিমেষ দত্ত ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়ের কথা-ই বলছিলাম। রাজ চক্রবর্তীর 'আবার প্রলয়'-এর হাত ধরে ডাকাবুকো পুলিশ…