মিশন মজনুতে দৃষ্টিহীনের অভিনয় করতে গিয়ে মাথা ধরত রশ্মিকার!
একটা দুর্দান্ত বছর শুরু করলেন রশ্মিকা মন্দানা। আর হবে নাই বা কেন শুনি! এক বছর তাঁর চারটি ছবি মুক্তি পেতে চলেছে তাও আবার বিভিন্ন ভাষায়। এর মধ্যে আছে তাঁর প্রথম ছবি যা সোজাসুজি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে। আর এই ছবিটি হল মিশন মজনু।…