‘ব্রেন ডেথ হয়েছে রাজু শ্রীবাস্তবের’, এমন জল্পনা ওড়ালেন কৌতুকশিল্পীর ম্যানেজার
কেমন আছেন রাজু শ্রীবাস্তব? এই প্রশ্নের উত্তর খুঁজছে গোটা দেশ। বৃহস্পতিবার কৌতুকাভিনেতার শারীরিক পরিস্থিতি মারাত্মক বিগড়ে যায়। এমনকী ঘনিষ্ঠরা জানান, ‘ব্রেন ডেথের দোরগোড়ায় রাজু’। সহকর্মী সুনীল পাল এমনটা জানান ইনস্টাগ্রামে, একই কথা শোনা যায়…