‘তোমায় আমায় মিলে ২’: ঋজু নয় নায়কের ভূমিকায় থাকবেন রাহুল মজুমদার?
টেলিভিশনের পর্দায় নাকি ফিরতে চলেছে নিশীথ-ঊষসীর গল্প। ‘তোমায় আমার মিলে’-র সিক্যুয়েল আসছে স্টার জলসার পর্দায়। সম্প্রতি এমনি কানাঘুষো শোনা যাচ্ছে টেলিপাড়ায়। বিয়ের পর রক্ষণশীল শ্বশুরবাড়ির ইচ্ছের খানিক বিরুদ্ধে গিয়েই পড়াশোনা করে আইপিএস…