নন্দনে জায়গা হয়নি, তবুও ফাটিয়ে টাকা কামাচ্ছে দেবের ‘প্রজাপতি’, দু-সপ্তাহে কত আয়?
দেব-মিঠুনের দুর্দান্ত রসায়নে ভর করেই বক্স অফিসে ডানা মেলে উড়ছে ‘প্রজাপতি’। বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে ফাটাফাটি ব্যবসা করছে এই ছবি। ‘প্রজাপতি’র উড়ান দ্বিতীয় সপ্তাহে প্রবেশের পর থেকে আরও বেশি করে ডানা মেলেছে। হ্যাঁ, প্রথম সপ্তাহের আয়কে এই…