‘ছি! হিন্দুর নামে কলঙ্ক আপনারা’, ইফতারি করে ট্রোলড রাহুল-প্রীতি, জবাব অভিনেত্রীর
সোমবার মধ্যরাতে ইনস্টাগ্রামের দেওয়ালে একটি রিল ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস। ভিডিয়োয় দেখা যায়, পরিচিতদের সঙ্গে মাটিতে বসে ইফতারি করছেন রাহুল-প্রীতি। মানে ‘হরগৌরী পাইস হোটেল’-এর শংকর আর ‘ধুলোকণা’র মিনি দিদি। প্রেক্ষাপটে বাজছে…