‘সেটে বাংলায় কথা বলতেন’, প্রদীপ সরকারের প্রয়াণে শোকস্তব্ধ ঋদ্ধি
শুক্রবার ভোররাতে প্রয়াত হন প্রদীপ সরকার। তাঁর প্রয়াণে বলিউড থেকে টলিউড সকলেই বাকরুদ্ধ হয়ে গিয়েছেন। হেলিকপ্টার এলা ছবিতে তাঁর সঙ্গে কাজ করেছেন ঋদ্ধি সেন। এবার তিনি পরিচালকের বিষয় বলতে গিয়ে নিজের স্মৃতির ঝাঁপি খুলে বসলেন। জানালেন তাঁর…