আমি বেশি ম্যাচ দেখি না, খেললে ১০০ শতাংশেরও বেশি উজাড় করে দিই, বললেন চাওলা
দীর্ঘদিন ধরে খেলছেন আইপিএল। একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। খেতাব জয়েরও স্বাদ পেয়েছেন। আইপিএলে অন্যতম সিনিয়র ক্রিকেটার পীযূষ চাওলা। বল হাতে অনেক দলকে ম্যাচ জিতিয়েছেন তিনি। এবার শেষ আইপিএল খেলতে নেমেছেন এই স্পিনার। এই বছর মুম্বই…