ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড, দেখে নিন সন্ত্রাসবাদ নিয়ে তৈরি ‘৭২ হুঁরে’র ট্রেলার
‘দ্য কেরালা স্টোরি’ বিতর্কের আঁচ এখনও গনগনে। এর মাঝেই সন্ত্রাসবাদ আর ধর্মান্ধতার প্রেক্ষাপটে তৈরি ‘৭২ হুরেঁ’র ট্রেলার প্রকাশ্যে এল। এই ছবির ট্রেলার মুক্তি ঘিরেই বিতর্ক তুঙ্গে। মুম্বইয়ে এক আত্মঘাতী সন্ত্রাসবাদী হামলাকে কেন্দ্র করে এগোবে…