‘বড় তারকাদের ছবি, তবে গল্পে জোর নেই’, ‘পাঠান’-এর সমালোচনা করে বিতর্কে কেআরকে!
বক্স অফিসে ধামেকেদার ওপেনিং পেয়েছে ‘পাঠান’। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কলকাতা থেকে কচ্ছ- দেশজুড়ে চলছে ‘পাঠান’ ঝড়। দুপুর তিনটে পর্যন্ত কেবল মাস্টিপ্লেক্সে ২০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে শাহরুখ খানের এই ছবি। কিং খানের কামব্যাক ছবি ঘিরে…