৫ দিনেই ৫০০ কোটির ক্লাবে শাহরুখের ছবি, বিশ্ব বক্স অফিসে জারি ‘পাঠান’ সুনামি!
বয়কট বিতর্ককে ধুলোয় মিশিয়ে বক্স অফিসে রাজত্ব করছেন ‘পাঠান’। গোটা দেশজুড়ে শাহরুখের ছবি নিয়ে উন্মাদনা এতটুকুও কমেনি মুক্তির পর থেকে। মুক্তির প্রথম পাঁচ দিনের মধ্যে চার দিন দেশের বক্স অফিসে হাফ সেঞ্চুরি পার করেছে ‘পাঠান’, যা প্রশংসার দাবি…