‘পরিবারকে সময় দেওয়াটা জরুরি’,পল্লবী দে-র মৃত্যু নিয়ে মুখ খুললেন ‘মিঠাই’
টেলি অভিনেত্রী পল্লবী দে-র রহস্যমৃত্যু ঘিরে এখন তোলপাড় টলিগঞ্জ। রবিবার একটু সকাল গড়াতেই আগুনের মতো ছড়িয়ে পড়েছিল এই খবর। এরপর সময় যত এগিয়েছে ততই জটিল হয়েছে এই মৃত্যু মামলা। আপাতত এই মামলায় পুলিশ হেফাজতে পল্লবীর সঙ্গী সাগ্নিক চক্রবর্তী।…