প্রেমের বয়স সবে ৩ মাস, সন্দীপ্তা বললেন, ‘মনে হয়েছিল মানুষটার উপর ভরসা করা যায়’
না, আর কোনও গুঞ্জন নয় এবার সন্দীপ্তা চক্রবর্তী নিজের মুখেই জানিয়েছেন তিনি আর সিঙ্গল নন। ‘গল্প হলেও সত্যি’ প্রেমে পড়েছেন সন্দীপ্তা। পাত্রও টলিপাড়ার চেনা মুখ। যদিও তিনি পর্দার সামনের নন, পিছনের মানুষ। সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে…