বল সাফ করতে গিয়ে লালার ব্যবহার, পেনাল্টি ৫ রান দিয়ে ইতিহাস UAE-র শরাফু
কোভিড ১৯ এর কারণে আইসিসি আগেই জানিয়েছিল বল পালিশ করার সময় লালা ব্যবহার করা যাবে না। আইসিসির এই নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে এই প্রথমবার এমনটা করল সংযুক্ত আরব আমির শাহি। এর ফলে এমনটা করে প্রথমবার শাস্তির মুখে পড়ল কোনও দেশ। ঘটনাটি ঘটেছে…