‘তাঁরা নিরাপত্তাহীনতায় ভোগে’, নাম বদলে কেরিয়ার গড়া তারকাদের কটাক্ষ নওয়াজের!
বলিউডে স্ট্রাগল কাকে বলে তা খুব ভালোভাবে জানা আছে নওয়াজউদ্দিন সিদ্দিকির। জুনিয়র আর্টিস্ট থেকে আজকের সুপারস্টার- লম্বা সফর পার করেছেন এই অভিনেতা।এই পেশার সঙ্গে যুক্ত অনেকের মতো তাঁর হাতে কখনও কোনও ব্রেসলেট, আংটি বা অন্যকিছু দেখা যায় না।…